বড়গ্যাঁও ইউনিয়ন পরিষদ হতে ০.৫ কি: মি: উত্তরে কে,কে, বাড়ি গ্রামে এক দরবেশের মাজার আছে। মাজারটি হলো মরহুম দরবেশ হাসান শাহ । বর্তমানে তার শির্ষ্য মো: মতি দরবেশ তার এই মাজার সহ যাবতীয় দেখা শোনা সহ যাবতীয় সেবা প্রদান করে আসছে। এই ছাড়াও প্রতব বসর এখানে ওরশ মোবারক হয়ে থাকে তাতে অনেক দুর দুরান্ত হতে ভক্তগন ছুটে আসেন বিভিন্ন কিছু নিয়ে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস