বড়গাঁও ইউনিয়নে তেমন কোন বড় নদী নাই। ছোট খাট নদী গুইলর মর্ধে ভূল্লি নদী যাহা দেবীপুর ইউনিয়নকে দু,ভাগে ভাগ করিয়া রাখিয়াছে।
এই ছাড়াও দেবীপুর ইউনিয়নের ১ নং ওয়াএ্ডের দারাজগাঁও মৌজায় খান বাড়ীর পিছনের দিকে বড়গাঁও সিমানায় সেনুয়া নামে একটি নদীর উতপত্তির স্থল। যবহা বড় হতে হতে ঠাকুরগাঁও সদর থানার পিছন দিয়ে প্রবাহিত হইয়া চলিয়া গিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস